বাংলাদেশ
এক বাঘাইড়ের দাম দেড় লাখ!
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌষ সংক্রান্তি উপলক্ষে মাছবাজারে ৭৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছের দাম ১ লাখ ৫০ হাজার টাকা হেঁকেছেন বিক্রেতা। বুধবার (১৩ জানুয়ারি) শহরের মাছবাজারে এ মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন উপজেলার লালবাগ এলাকার মাছ ব্যবসায়ী হাফিজ আহমেদ।
হাফিজ আহমেদ জানান, মেঘনায় ধরা পড়া বাঘাইড় মাছটির ওজন ৭৫ কেজি। তিনি মাছটির দাম চেয়েছেন ১ লাখ ৫০ হাজার টাকা। তবে বেলা ১১টা পর্যন্ত মাছটির দাম উঠেছে ৮২ হাজার টাকা। আরও বেশি দামে বিক্রির অপেক্ষায় রয়েছেন তিনি। প্রত্যাশা অনুযায়ী দাম পাবেন বলে তিনি মনে করছেন।
পৌষ সংক্রান্তি উপলক্ষে বাজারে আসা প্রায় প্রত্যেকে একবার হলেও মাছটির কাছে গিয়ে দাঁড়াচ্ছেন। অনেকের কেনার সাধ্য না থাকলেও এক নজর দেখে যাচ্ছেন মাছটিকে