৯৭টি বিড়াল অল্পের জন্য রক্ষা পেল
প্রাণী সুরক্ষাকর্মীদের চেষ্টায় অল্পের জন্য আগুন থেকে রক্ষা পেল ৯৭টি বিড়াল। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রচেস্টারে একটি বাড়িতে আগুন ধরলে বিপদে পড়ে বিড়ালগুলো। শনিবার (১৬ জানুয়ারি) খবরে জানিয়েছে এপি।
স্থানীয় দমকল কর্মীরা জানান, স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাত একটার দিকে ওই বাড়িতে আগুন লাগে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই দমকলবাহিনী ঘটনাস্থলে চলে আসে। বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে চলে আসে আগুন। বাড়িটিতে বেশ কিছু বিড়াল আছে, এমন খবরে ঘটনাস্থলে পৌঁছায় প্রাণী সুরক্ষাকর্মীরাও।
সেখান থেকে দ্রুত ৯৭টি বিড়ালকে জীবিত উদ্ধার করা হয়। এর মধ্যে ধোঁয়ায় বেশ কয়েকটি বিড়ালের শ্বাসকষ্ট দেখা দিয়েছে। তবে সবকটি বিড়ালকে উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা তা পরিষ্কার নয়।
আরো পড়ুন: বাইডেনের শপথ, অভাবনীয় নিরাপত্তা ব্যবস্থা ওয়াশিংটনে
অসুস্থ বিড়ালগুলোকে পশু হাসপাতালে নেয়া হয়েছে। বাকিগুলো নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে, বিষয়টি নিশ্চিত করেছেন উদ্ধারকীরারা।
কীভাবে ওই বাড়িটিতে আগুন লাগলো তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।