ক্ষমা চাইলেন নোবেল ,আরেকটা সুযোগ চাই’
ভারতের একটি বেসরকারি টেলিভিশনের রিয়েলিটি শোতে অংশ নিয়ে আলোচনায় আসেন বাংলাদেশের উঠতি তরুণ সঙ্গীতশিল্পী মাঈনুল আহসান নোবেল। কিন্তু কিছু কিছু মন্তব্যে অহংকার প্রকাশ পেয়েছে এই উঠতি সঙ্গীতশিল্পীর। যার কারণে নিজেদের পছন্দের তালিকা থেকে নাম কেটে দিচ্ছেন ভক্তরা। তবে সেই তালিকায় ফের নাম ওঠাতে ব্যস্ত নোবেল। স্বীকার করে নিলেন ভক্তদের ছাড়া নোবেল শূন্য। সুযোগ চেয়েছেন আরেকটা।
শনিবার নিজের ফেসবুক পেইজে নোবেল লিখেছেন, ‘তোমাদের কারণেই আমি নোবেল। তোমাদের ছাড়া আমি কিছুইনা। কিচ্ছুনা! জিরো! জাস্ট জিরো।’
নোবেলের একচ্ছত্র আধিপত্য তৈরি হয়েছিল দুই বাংলার সঙ্গীতাঙ্গনে। সে জায়গায় চিড় ধরেছে। তবে এমনটা হবে তা বোধহয় আঁচ করতে পারেননি নোবেল। বিতর্ক তার ছায়াসঙ্গী। কখনো সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য আবার কখনো তার ব্যক্তিগত জীবনে একাধিক প্রেম ও মেয়েদের সঙ্গে দুর্ব্যবহারে কারণে বিতর্ক তার পিছু ছাড়েনি।
আর সে ব্যাপারটিই হয়তো ধরতে পেরেছেন নোবেল। যার কারণে শুরুতেই নোবেল লিখেছেন, ‘এত যে হেটার্স হেটার্স করো! আসলে এরা কারা? দিন শেষে সাউন্ডটেক চ্যানেল হোক, আর নোবেল ম্যান চ্যানেল হোক, এরা আমার গান কিন্তু টুকটাক শোনে। সেই অধিকারের জায়গা থেকে একটা আবদার করি ভাই-বোন-মা-বাবা, বাদ দাও না এবার।’
নোবেল বলেন, ‘আমি জানি আমার মত দু-চারটা নোবেল না থাকলে সঙ্গীত জগতের কিচ্ছু আসবে যাবে না। তবে আরেকটা সুযোগ চাই। বিশ্বাস রাখো, আমার কাছে বাংলা গানকে দেবার মতো কিছু হলেও আছে। তবে কি এবার ঘৃণার সাগরের স্নানটা শেষ করে একটু ভালোবাসা দেওয়া যায় না? আর কিচ্ছু চাইনা আমি, একটু ভালোবাসা ছাড়া। আর কত কষ্ট দিবা? আমিও তো মানুষ।’