অন্যান্য
২২ হাজার টাকা এক মাছের দাম !
রাজবাড়ীর পদ্মা নদীর দৌলতদিয়া এলাকায় পদ্মা ও যমুনার মোহনায় বিশাল আকৃতির একটি বাঘাইর মাছ ধরা পরেছে। মাছটির ওজন ২০ কেজি ১শ গ্রাম।
সোমবার (১৮ জানুয়ারি) সকালে মাছটি ২২ হাজার টাকা দিয়ে কিনে ঢাকায় পাঠানো হয়েছে। এ সময় মাছটিকে এক নজর দেখতে ভীড় করে স্থানীয়রা।
দৌলতদিয়ার ৬ নম্বর ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী মোহাম্মদ আলী জানান, সোমবার ভোরের দিকে গোপাল হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে স্থানীয় মৎস্য আড়তে ডাকের মাধ্যমে ১১শ টাকা কেজি দরে মোট ২২ হাজার টাকা দিয়ে মাছটি কিনে ঢাকায় পাঠিয়েছেন।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ জানান, পদ্মার পানি কমে যাওয়া ও ইলিশ রক্ষায় সফল অভিযানের কারণে এখন পদ্মা ও যমুনার মোহনায় মাঝে মধ্যেই বিভিন্ন রকম বড় বড় মাছ পাওয়া যাচ্ছে।