চট্টগ্রাম চ্যালেঞ্জার্স শিবিরে গৃহদাহ শুরু হয়ে গেছে। অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া মেহেদী হাসান মিরাজ দলই ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। চট্টগ্রাম থেকে পরিবার সমেত ঢাকায় ফেরার টিকিটও কেটে ফেলেছিলেন তিনি। বিমানবন্দরে যাওয়ার আগে তাকে বুঝিয়ে হোটেলের নিচে থেকে উপরে নিয়ে যান দলের ব্যবস্থাপনা পরিচালক কে এম রিফাতুজ্জামান। পরে মিরাজকে নিয়ে মিটিংয়ে বসেন তিনি।
মিটিং শেষে মিরাজ চট্টগ্রাম দলে থেকে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। গুঞ্জন আছে, তিনি থেকে যাবেন। তবে মিরাজ শর্ত দিয়েছেন, দলের চিফ অপারেটিং অফিসার ইয়াসির আলম চৌধুরী থাকলে, তিনি খেলবেন না বলেছিলেন । এই কর্মকর্তার উপরই ক্ষোভ মিরাজের। তার মতে, ইয়াসিরের সিদ্ধান্তেই ম্যাচের ৩ ঘন্টা আগে নেতৃত্ব থেকে সরানো হয় মিরাজকে। যদিও হেড কোচ পল নিক্সনের উপর দায় চাপানো হয়েছিল।
Related posts:
বর্তমান ভারতের ক্রিকেটের দলের থেকে অনেক ভালো দল পাকিস্তানের ক্রিকেট দল!
বিরাট কোহলিকে সরাসরি মাঠ থেকে বের করে দিলেন রোহিত শর্মা!
টুইটারে প্রশংসায় ভাসছেন সাকিব আল হাসান।এই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন
আফিফ-মিরাজের বিশ্বরেকর্ড, বাংলাদেশের অবিস্মরণীয় ৪ উইকেটে জয়
এক ছবিতে ১০ জন কোহলি ৯ জন এ নকল, আসল জনকে খুঁজে নিন
বাংলাদেশ এবং বিপিএলকে প্রশংসায় পঞ্চমুখ সুনিল নারাইন
টেস্টেও ভারতের অধিনায়ক রোহিত, তিন ফরম্যাটের নেতৃত্বই এল রোহিত শর্মার হাতে।
বিপিএল এ ১’ রানের জয়ে চ্যাম্পিয়ন কুমিল্লা