এবার যৌতুক চাওয়ায় কনেপক্ষের হাতে বেদম পিটুনি খেল স্বয়ং বর। ঠিক বিয়ের আগে যৌতুক নিয়ে বাড়াবাড়ি, কথা কাটাকাটি। একপর্যায়ে বেদম পিটুনি। সেই ঘটনার ভিডিও অন্তর্জালে ভাইরাল হয়েছে।
ইন্ডিয়া ডটকমের খবর, গত শুক্রবার (১৭ ডিসেম্বর) ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদের সাহিবাবাদে। অভিযোগ, অতিরিক্ত যৌতুক চাওয়ায় কনেপক্ষ মারধর করেছে বরকে।
খবরে প্রকাশ, নিকাহ অনুষ্ঠান শুরুর ঠিক কিছুক্ষণ আগে বরের বাবা ১০ লাখ রুপি দাবি করেন এবং হুমকি দেন, চাহিদা পূরণ না হলে বিয়ে বন্ধ করে দেবেন।
কনের পরিবার আগেই তিন লাখ রুপি নগদ দিয়েছিল। সঙ্গে দিয়েছিল একটি এক লাখ রুপির হীরার আংটি। কিন্তু তাতেও সন্তুষ্ট হয়নি বরপক্ষ। কনের পরিবার বোঝাবার চেষ্টা করেও ব্যর্থ হয়। এর পর রাগান্বিত হয়ে কনের পরিবার ও আগত অতিথিরা বরকে পেটান। কনেপক্ষের আরও দাবি, ওই ব্যক্তি এর আগে দুই-তিন বার বিয়ে করেছেন।
In a shocking incident reported from #Sahibabad area of #Ghaziabad district in #UttarPradesh, a man, who was said to be #groom, was thrashed for allegedly demanding more #dowry. #viral #viralvdoz #video #Trending pic.twitter.com/kdL3SPb3Ej
— ViralVdoz (@viralvdoz) December 19, 2021