বিয়ের পিঁড়িতে বসলেন মডেল-অভিনেত্রী সারিকা। পাত্র আহমেদ রুহী পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার ও মিউজিসিয়ান।






চলতি মাসের ২ তারিখে (২.২.২২) তাদের দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আহমেদ রুহীর সঙ্গে গাঁটছাড়া বাঁধেন সারিকা। সারিকা নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।






সারিকা বললেন, ‘দুই পরিবারের উপস্থিতিতে আমাদের ২ ফেব্রুয়ারি বিয়ে হয়েছে। আমাদের আপনারা ভালোবাসায় রাখবেন। খুব দ্রুতই আবার কাজে ফিরবো। ইচ্ছে আছে, আগামী ১২ তারিখ থেকে ফেরার।’






সারিকা ২০০৬ সালে মডেলিং শুরু করেন। তারপর একটি মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের কারণে বেশ আলোচিত হন। তখন থেকে বেশ ধারাবাহিকভাবে মডেলিংয়ে যুক্ত ছিলেন। অভিনয় শুরু করেন ২০১০ সালে। নির্মাতা আশুতোষ সুজনের ‘ক্যামেলিয়া’ নাটকটি ছিল অভিনয়ের তার প্রথম কাজ।
Related posts:
অনন্ত জলিলের কথা বলায় যে কারণে হাসলেন ঐশ্বরিয়া ! ভিডিও সহ
রাতারাতি ‘মডেল’ হয়ে উঠলেন বেলুন বিক্রেতা সুন্দরী কিসবু!
জাল ডকুমেন্ট এ শপথ নেয়ার কারণে জায়েদ খানের শপথ বাতিল ঘোষণা
২জনকে বাদ দিয়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হচ্ছেন সাইমন
জাল কাগজ দেখিয়ে শপথ নিয়েছেন জায়েদ খান?
আমি তো আর এফডিসি কর্তৃপক্ষ নই -জায়েদ খান
ফের সমিতির চেয়ারে বসলেন চিত্রনায়িকা নিপুণ
মোশাররফ করিম-পরীমণির ফোনালাপ ফাঁস নিয়ে তোলপাড়