ভারতের সাবেক তারকা ক্রিকেটার শচীন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেন্ডুলকারকে কিনে নিয়েছে নীতা আম্বানির মালিকানাধীন আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্স। ২০ লাখ ভিত্তিমূল্যের অর্জুনের জন্য ৩০ লাখ ব্যয় করেছে মুম্বাই। গত আসরেও মুম্বাইয়ের দলে ছিলেন তিনি।
যদিও কোনো ম্যাচ খেলা হয়নি শচীনপুত্রের। সেবার তার ভিত্তিমূল্য ২০ লাখ রুপিতেই তাকে দলে ভেড়ায় মুম্বাই। যেটি নিয়ে উঠেছিল সমালোচনার ঝড়। অনেকেই বলেছেন, শচীনপুত্র হওয়ার কারণেই তিনি মুম্বাই স্কোয়াডে জায়গা পেয়েছেন।
খেলোয়াড়ি জীবনে শচীনও খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সে। জনপ্রিয় এই আসরে শচীনের রেকর্ডও বেশ সমৃদ্ধ। ৭৮ ম্যাচে আইপিএলে মোট ২৩৩৪ রান করেছেন শচীন। স্ট্রাইকেট ১১৯.৮২ হলেও শচীনের অ্যাভেরেজ বেশ সমৃদ্ধ, ৩৩.৮৩। ১৩টি হাফ সেঞ্চুরির সাথে আছে ১টি সেঞ্চুরিও। – জি নিউজ
Related posts:
বর্তমান ভারতের ক্রিকেটের দলের থেকে অনেক ভালো দল পাকিস্তানের ক্রিকেট দল!
বিরাট কোহলিকে সরাসরি মাঠ থেকে বের করে দিলেন রোহিত শর্মা!
টুইটারে প্রশংসায় ভাসছেন সাকিব আল হাসান।এই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন
আফিফ-মিরাজের বিশ্বরেকর্ড, বাংলাদেশের অবিস্মরণীয় ৪ উইকেটে জয়
এক ছবিতে ১০ জন কোহলি ৯ জন এ নকল, আসল জনকে খুঁজে নিন
বাংলাদেশ এবং বিপিএলকে প্রশংসায় পঞ্চমুখ সুনিল নারাইন
টেস্টেও ভারতের অধিনায়ক রোহিত, তিন ফরম্যাটের নেতৃত্বই এল রোহিত শর্মার হাতে।
বিপিএল এ ১’ রানের জয়ে চ্যাম্পিয়ন কুমিল্লা