চলতি বাজেট ঘাটতি মেটাতে সঞ্চয়পত্র থেকে ২০ হাজার কোটি টাকার ঋণ নেওয়ার পরিকল্পনা
চলতি বাজেট ঘাটতি মেটাতে সঞ্চয়পত্র থেকে ২০ হাজার কোটি টাকার ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। জাতীয় সঞ্চয় অধিদপ্তর এর তথ্যমতে,অর্থবছরের পাঁচ মাসেই সঞ্চয়পত্রের নিট বিক্রি থেকে সরকার ১৯ হাজার কোটি টাকা ঋণ নিয়ে ফেলেছে।
বাজেট ঘাটতি মেটাতে,সরকার কম সুদের ব্যাংকঋণের পরিবর্তে ব্যয়বহুল সঞ্চয়পত্র থেকে অর্থ সংগ্রহ করছে। এর আগের অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে সঞ্চয়পত্র থেকে নিট ৫ হাজার কোটি টাকা ঋণ নেয় সরকার। আর ওই অর্থবছরে, সঞ্চয়পত্র থেকে নিট ১৪ হাজার কোটি টাকা ঋণ নিয়েছিল সরকার।
চলতি অর্থবছরে ব্যয়বহুল সঞ্চয়পত্র থেকে ঋণ বাড়লেও এ সময়ে সরকারের ব্যাংক ঋণ কমেছে। নিম্নমুখি ধারায় বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া ঋণের পরিমাণও। ২০২০ সালের ১ এপ্রিল সরকারের নির্দেশে, ব্যাংক ঋণের সুদ সর্বোচ্চ ৯ শতাংশ নির্ধারণ করে। এর ফলে অধিকাংশ ব্যাংকের আমানতের সুদহার ৬ শতাংশের নিচে নেমে আসে। আর সঞ্চয়পত্রে থেকে ১১ শতাংশের বেশি সুদ পাওয়া যায়।
Hi, this is a comment.
To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.