- Knowledge is power
- The Future Of Possible
- Hibs and Ross County fans on final
- Tip of the day: That man again
- Hibs and Ross County fans on final
- Spieth in danger of missing cut
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কাকে ১৫৭ রানে অল আউট করে দিন শেষে তাদের সংগ্রহ ১ উইকেটে ১৪৮ রান।সিরিজের প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর, সিরিজ বাঁচাতে ২য় ও শেষ টেস্টে জয়ের বিকল্প নেই লংকানদের সামনে। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক দিমুথ কারুণারত্নে। কিন্তু প্রোটিয়া পেইসারদের দাপটে ক্রিজে থিতু হতে পারেননি কেউই। ওপেনার কুশল পেরেরার ৬০ রান ছাড়া বাকীরা ছিলো পুরোই ব্যর্থ। শেষদিকে হাসারাঙ্গার ২৯ আর চামিরা ২২ রান করলে দেড়শ রান পার করে লংকানরা। একাই ৬ উইকেট নিয়ে সফররতদের ইনিংস গুটিয়ে দেন এনচির নর্টজে। ৩ উইকেট নিয়েছেন উইয়ান মুলডার।
জবাবে নিজেদের ১ম ইনিংসে ব্যাট করতে নেমে ৫ রান করে ফেরেন এইডেন মার্করাম। এরপর অবশ্য ডুসানকে সাথে নিয়ে ১১৪ রানের হার না মানা জুটি গড়েন ডিন এলগার। ডুসান অপরাজিত আছেন ৪০ রানে আর এলগার ২য় দিন শুরু করবেন ৯২ রান থেকে।
Hi, this is a comment.
To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.